শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মডেল থানায় ৫ দিন যাবত শিশু মারুফ হোসেন শরীফ (৯) পুলিশের হেফাজতে রয়েছে। এখনো তার পরিবারের খবর ও পুরো ঠিকানা পুলিশ সংগ্রহ করতে পারিনি। গত ৫ দিন পূর্বে কালীবাড়ি কোর্ট ষ্টেশণ এলাকা থেকে শিশু শরীফ কে এক পথচারী উদ্ধার করে থানা নিয়ে আসে। তার পূর্নাঙ্গ পরিচয় ও ঠিকানা পুলিশ সংগ্রহ করতে না পারার কারনে তার পরিবারের কাছে শিশুটির সন্ধান পৌছে দিতে পারেনি। তাই ৫ দিন অতিবাহিত হওয়ার পরেও শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। শিশু শরীফ জানায়, নোয়াখালী মুরাদপুরের মামুনের ছেলে সে। বাবার সাথে অভিমান করে নোয়াখালী থেকে ট্রেনযোগে কুমিল্লায় চলে আসে। পরে কুমিল্লা থেকে ডেমো ট্রেনে চাঁদপুর আসে। এসময় এক পথচারী তাকে ঘোরাফেরা করতে দেখে সেখান থেকে থানা পুলিশের কাছে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, শিশু মারুফ হোসেন শরীফ তার পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারার কারনে তার প্রকৃত পরিচয় এখনো পাওয়া যায়নি। মডেল থানায় এক পথচারী তাকে নিয়ে আসার পরেই সারা বাংলাদেশের থানা গুলোতে ওয়ালেছে তার বার্তা প্রেরন করা হয়েছে। আশা করা যায় তার পরিবারের লোকজন খবর পেয়ে চাঁদপুর থেকে তাকে নিয়ে যাবে।