রফিকুল ইসলাম বাবু।
রবিবার চাঁদপুর মাতৃপিঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জঙ্গি,সন্ত্রাস ও মাদকের বিরোদ্ধে মানব বন্ধন পালন করেছে। বিদ্যালয় গেটের বাইরে প্রধান সড়কের উপর এ মানব বন্ধন পালন করা হয়। মাতৃপিঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমারের সভাপতিত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক উত্তম কুমার বলেন, ধর্মের নামে নির্বিচারে মানুষ হত্যা ও সন্ত্রাসী কার্যক্রম চালানো দেশের আইনশৃঙ্খলাকে চ্যালেঞ্জ জানানো ও রাষ্ট্রিয় সম্পদ বিণষ্ট করে জঙ্গিবাদের নামে দেশের শান্তি ও উন্নতির বিঘœ ঘটানোর বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদি হতে হবে। জঙ্গিবাদ পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ ব্যাধি। এজন্য জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সকলকে এগিয়ে আসতে হবে।