স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় চাঁদপুরেও নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সকালে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রীদের মাঝে বই বিতরণ শুরু করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। উপস্থিত ছিলেন শিক্ষক খালেদা খানম, আব্দুল আউয়াল, ফজলুল হক, আব্দুল খালেক, মাহবুবর রশিদ,নাজির হোসেন, আব্দুর রহিম, মনিরুল ইসলাম,। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাসুদুর রহমান। পরে বই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।