স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর মুক্তিযুদ্ধা ক্লাবে সন্ত্রাসী হামলায় ১ যুবককে কুপিয়ে জখম করার ঘটনা করার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধা ৭ টায় শহরের শফর চত্তর এলাকায় মুক্তিযুদ্ধা মার্কেটের ৩য় তলায় মুক্তিযুদ্ধা ক্লাবে এই সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটে। এই ঘটনায় চাঁদপুরে মুক্তিযুদ্ধার কমান্ডার এমএ ওয়াদুদ সহ সকল মুক্তিযুদ্ধারা প্রশাসনের কাছে এই সন্ত্রাসী গ্রেফতার করার দাবি জানায়। মুক্তিযুদ্ধা ক্লাবে দেশিয় অস্ত্র নিয়ে প্রবেশ করে পুরানবাজারের নজু বেপারি(৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে মেরে ফেলার হুমকি দিয়ে বেড়িয়ে যায়।
জানা যায়, পুরানবাজারের নজু বেপারি নামে এক যুবককে ছুরিকাঘাত করে। এ সময় ক্লাবে থাকা লোকজন আহত নজু বেপারিকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তে করায়।
সন্ত্রাসী মুক্তিযুদ্ধা ক্লাবে চাঁদা চেয়ে না পেয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত নজু বেপারি জানিয়েছেন।এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় সন্ত্রাসী ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে জানা যায়।