রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের মেঘনা মোহনায় মাছ ঘাট থেকে ৩শ কেজি জাটকা আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা এসব জাটকা আটক করা হয়। চাঁদপুর কোস্টগার্ড সন্দায় জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়। কোস্টাগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, মাছ ঘাট থেকে ৩শ কেজি জাটকা আটক করা হয়েছে । জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য ১ লক্ষ বিশ হাজার টাকা। নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।