রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর মডেল থানা পুলিশ গতকাল রাত অভিযান চালিয়ে একটি চোরাই ল্যাপটপ উদ্ধার করেছে। গত ৪ মে রাতে গুয়াখোলার বাসায় জানালার লক খুলে তার ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এর প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই ত্রিনাথ সাহা গোপন সোর্সের মাধ্যমে অন্য মামলায় কারাগারে আটক থাকা পারভেজ হোসেন (পিনিক), বয়স ২৬ কে গতকাল রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পারভেজ, পিতা- বাদশা চোকিদার, কবরস্থান রোড, মধ্য শ্রীরামদী, পুরানবাজার সহ আরও ৪ জন মিলে শান্তের বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল চুরি করেছে বলে স্বীকার করে। এছাড়াও তারা ওই সময় আরও অনেকগুলি চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী এস.আই ত্রিনাথ সাহা সঙ্গীয় ফোর্স চোর পারভেজ হোসেনের বাসা থেকে ১টি ল্যাপটপটি উদ্ধার করে। চুরি করা মোবাইল ফোনটি সে অন্যত্র বিক্রি করেছে বলে জানায়। এ ব্যাপারে এস.আই সাহা ত্রিনাথ সাহা জানান, চোর পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে তার বাসার চালের নিচ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী চুরির সাথে জড়িত বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।