রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মাইনুদ্দিন খান(১৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। এদিকে, রাতে ঘটনায় জড়িত প্রধান আসামী সুমন খান নামে একযুবককে নারায়নগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। আটক সুমন খানকে আজ শুক্রবার দুপুরে আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন জানাবে বলে জানিয়েছে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ । পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান খানের ছেলে মো. মাইফুদ্দিন (১৮) বুধবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে ভোটার আইডি কার্ডের ছবি তুলতে আসেন। বিকেলে এলাকার সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাবার সময় বিপরিত থেকে মোটর সাইকেল আরোহী সুমনের সাথে সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। ওই রাতেই সুমন মাইনুদ্দিনকে কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে ও বৃহস্পতিবার সারাদিন খোঁজাখুঁজি করেও তাদের দু‘জনের কোন সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যায় গ্রামের একটি ধান ক্ষেতে মাইনুদ্দিনের লাশ পাওয়া হয়।এদিকে, এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত সুমন খান তার কোন এব আত্বীয়কে জানায় সে নারায়ণগঞ্জে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে, বিশেষ কৌশল অবলম্বনকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে সুমনকে আটক করা হয়। আজ শুক্রবার ভোবে তাকে চাঁদপুরে নিয়ে আসার কথা রয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইনুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সুমন ছাড়া আর কেউ জড়িত কি না তা সুমনকে চাঁদপুরে নিয়ে আসার পর জানা যাবে।এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরর করা হয়েছে। ৫ ভাইয়ের মধ্যে মাইনুদ্দিন ছিলেন তৃতীয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, নিহত মাইনুদ্দিন রাজধানীর ফার্মগেইটের ফুটপাটে তার বড়ভাইয়ের সাথে পুরোনো কাপড়ের ব্যবসা করতো। এই হত্যাকান্ডে জড়িত সুমনের বাড়ি একই গ্রামে।