স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর লঞ্চঘাটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাজা সহ সোহের (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ডিবির এএসআই আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
জানা যায়, নারায়নগঞ্জ ধরিসোনাকাঞ্চি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সোহেল কুমিল্লা থেকে ফেন্সিডিল ও গাজা ক্রয় করে চাঁদপুর হয়ে লঞ্চযোগে নারায়নগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ডিবি পুলিশ গোপব সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে মাদক সহ আটক করে ডিবি অফিসে নিয়ে আসে। গতকাল শুক্রবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহর হাজতে প্রেরন করেছে। এভাবেই প্রতিদিন মাদক ব্যবসায়ীরা কুমিল্লা থেকে মাদক নিয়ে এসে লঞ্চযোগে বিভিন্ন জেলায় মাদক প্রাচার করছে। এর পূর্বে ডিবি পুলিশ এই লঞ্চঘাট থেকে ইয়াবা ও গাজা সহ মাদক ব্যবসায়ীদের আটক করেছেন। এছাড়া নৌ পুলিশ সমানতালে লঞ্চঘাট থেকে গাজা সহ আসামী আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ প্রশাসন তৎপর থাকলেই মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হবে এবং মাদক ব্যবসায়ীদের আটক করে আইননানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবে।