শহর প্রতিনিধি =
বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের ৩য় দিনে হাজীগঞ্জে ১৮ দলের সমর্থনে মিছিল পিকেটিং হয়েছে। হরতালকারীরা সকালে চাঁদপুর-কুমিল্ল¬া মহাসড়কের এনায়েতপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এদিকে চাঁদপুর-লাকসাম রেল লাইনের স্লিপারে আগুন দিয়েছে হরতালকারীরা। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে মেঘনা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পরে এলাকাবাসী ও হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতালকারীদের তাড়া করে এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনটি হাজীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
জানা যায়, সকাল ৬টায় চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলে হাজীগঞ্জে বিরতিকালে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা কাজিরগাঁও নামক স্থানে রেল লাইনের স্লিপারে আগুন জ্বালিয়ে দেয়। এ জন্য ট্রেনটি হাজীগঞ্জ রেল স্টেশনে ১ ঘণ্টা থেমে থাকে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হরতাল সমর্থকদের ধাওয়া করলে জোটের কর্মীরা পালিয়ে যায়। পরে ট্রেনটি স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ত্যাগ করে।
এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর বাজারে হরতাল সমর্থনকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। উপজেলার দেবপুর বাজারে জামাত শিবির তথা বিএনপি’র দলীয় নেতা-কর্মীরা মহাসড়কের উপর সরকারি গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এতে রাস্তা অবরোধ হলে পথচারীদের চলাচলের ব্যঘাত ঘটে। কিন্তু পুলিশ হরতালকারীদের সামনে থাকলেও তাদের ধাওয়া না করে তাদের সাথে চা, সিগারেট পান করতে দেখা যায়।
অপরদিকে হাজীগঞ্জ শহরে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সকাল ১০টা চাঁদপুর কুমিল্লা মহাসড়কে দফায়-দফায় মিছিল, পিকেটিং ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মিয়াজী, শহর জামাতের আমির মাওঃ আবুল হাসানাত, জেলা ছাত্র শিবিরের শিক্ষা সম্পাদক হাফেজ শাহ্জালাল, শহর শিবিরের সহ-সভাপতি মহসিন, শহর সেক্রেটারী মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মিন্টু, শিবির নেতা ইমাম হোসাইন, আবু তাহের, ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আব্দুল কাদের দেওয়ান, সোহেল রানা, ইসমাইল হোসেন পণ্ডিত, হাছানুজ্জামান মুন্না, আরিফ, মারুফ হোসেন লারা, ফরহাদ হোসেন, মোঃ সাগর, নজরুল।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।