শওকত আলী,
চাঁদপুর লাকসাম রেলপথের ৫৪ কিঃ মিঃ এলাকার উন্নয়নে ১শ ৭৭ কোটি টাকার কাজের পরিদর্শন ও ৪ থেকে ১০ ডিসেম্বর রেলসপ্তাহ উপলক্ষে যাত্রী সেবার মান বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম বিভাগীয় ১২ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মটর ট্রলি যোগে চাঁদপুর রেলপথ, রেলওয়ে স্টেশন ভবনসহ সকল স্থান পরিদর্শন করেছেন। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় চীপ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট মিয়াজান ও চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ মফিজুর রহমানের নের্তৃত্বে ১২ সদস্যের এ প্রতিনিধি দলটি লাকসাম থেকে রেলপথ, রেল ভবন, রেলওয়ে ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন মূলক ১শ ৭৭ কোটি টাকা কাজের পরিদর্শন করে দুপুর ২টায় চাঁদপুর সে অবস্থান নেন। তারা চাঁদপুর রেলওয়ে রেস্ট হাউজে রেলওয়ে শ্রমিকলীগ, চাঁদপুর মৎস্য বনিক সমিতির নের্তৃবৃন্দ সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মাহবুবুর রহমান টিটিই, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। রেলওয়ে শ্রমিকলীগের নের্তৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। দাবী গুলো হচ্ছে রেলওয়ে চাঁদপুরস্থ বাসাগুলো মেরামত করা একান্ত প্রয়োজন তা নাহলে শ্রমিকরা বাসা ছেড়ে দিতে বাদ্য হবে। রেল কর্মচারিদের বিশুদ্ধ পানির প্রয়োজনে রেলওয়ে এলাকায় ডিপ টিউভওয়েল স্থাপন করা একান্ত জরুরী। রেল কোয়াটারে পানি সর্বরাহকৃত পাইপ লাইন মেরামত করা। রেল কর্মচারিদের খালি বাসা নেওয়ার জন্য কোন রেল কর্মচারি নেই। এসব বাসা অবসর প্রাপ্ত রেল কর্মচারি ও অসহায় রেল পরিবারের সদস্যদের রক্ষণা বেক্ষনের জন্য থাকার অনুমতি প্রদান করা। তাহালে রেল সম্পদ বহিরাগতদের হাতে না গিয়ে, রেলওয়ের অনুকূলে থাকবে। এছাড়া তারা রেলওয়ে কর্মচারি, পি ম্যান শফিকুর রহমান দীর্ঘ ২০ বছর চাঁদপুর থাকার পর তাকে চট্টগ্রামে বদলী করার পর সে পুনরায় ডেপুটিশনে চাঁদপুর কাজ করছে। তাকে চট্টগ্রামে তার বদলী কৃত স্থানে পাঠানোর ব্যবস্থা করা এবং চাঁদপুর স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মারুফ হোসেনকে নাথের পটুয়ায় বড়লী করা হয়েছে। তাকেও তার কর্মস্থলে চাঁদপুর থেকে পাঠিয়ে রেল কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়নের জন্য দাবি তুলে ধরেন রেলওয়ে শ্রমিকলীগ নের্তৃবৃন্দ ও কর্মচারিরা। তারা কর্তৃপক্ষের কাছে এ ২ জন কর্মচারিকে জরুরী ভিত্তিতে চাঁদপুর থেকে জথঅ যথ অবস্থা নিয়ে পাঠানোর জোর দাবি জানান। প্রতিনিধি দল রেলওয়ে এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে ঘরে দেখেন এবং রেল সপ্তাহ উপলক্ষে যাত্রী সেবারমান উন্নয়নের লক্ষে যাত্রীদের সাথে কৌশল বিনিময় করেন ও তাদের খোজ খবর নেন। বিকেল ৪ টায় চাঁদপুর রেল এলাকা পরিদর্শন শেষে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন। রেল সপ্তাহ উপলক্ষে তাদের শ্লোগান হচ্ছে, আমাদের প্রচেষ্টা, সেবা, গতি, নিরাপত্তা ও সময়ানুবতির্তা শীর্ষক লিপলেট যাত্রীদের মাঝে বিতরণ করেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণরত সম্মানীত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে রেল কর্তৃপক্ষ কর্তৃক ২০টি নির্দেশনা মূলক একটি লিপলেটও বিতরণ করেন। তাদের এ রেল সপ্তাহ উপলক্ষে যাত্রী সেবায় সহযোগিতা করেন বাংলাদেশ রেলওয়ের চাঁদপুরস্থ শ্রমিকলীগ নের্তৃবৃন্দ, স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম বিভাগী অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হচ্ছেন, বিভাগীয় বাজ্যিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিভাগীয় সিগনাল প্রকৌশলী চট্টগ্রাম সাবের হোসেন, বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান ডিটিও ফিরোজ আলম, টিআই মাসুদ সেরোয়ার, সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী পদ মোঃ লিয়াকত আলী মজুমদার ও সিনিয়র উপ-সহাকারী প্রকৌশলী কার্য রাম নারায়ন ধরসহ ১২ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ মফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, রেল সপ্তাহ উপলক্ষে যাত্রীসেবা ও রেলওয়ের উন্নয়ন মূলক কাজ ঘুরে ঘুরে পরিদর্শন করেছি। চাঁদপুর লাকসাম রেলপথের ১শ ৭৭ কোটি টাকার কাজ অচিরেই শেষ করা সম্ভব হবে। এ কাজ শেষ হলে এ পথ অতিক্রম করতে ট্রেনের সময় লাগবে ২ ঘন্টাস্থলে ১ ঘন্টা ২০ মিনিটে। এছাড়া তিনি আরো বলেন চাঁদপুর চট্টগ্রামের মধ্যে একটি আন্তঃ নগর ট্রেন নতুন ভাবে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।