স্টাফ রিপোর্টার:॥
পদ্মা-মেঘনার উত্তাল ঢেউ ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর-শরীয়পুরত ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার (২১ আগষ্ট) সন্ধ্যার পর থেকে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখেন।
হরিণা ফেরিঘাটের ম্যানেজার ইমরান হোসেন বলেন, মেঘনা নদীতে উত্তাল ঢেউ এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। বাতাসের তীব্রতা অনেক বেশী। এ কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস হরিণা ফেরিঘাটের পার্কিং ইয়ার্ডে নিরাপদে রয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নদী এখন উত্তাল। এ অবস্থায় ফেরিগুলো মেঘনা পাড়ি দেওয়া বিপদজনক। সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।