জনমতকে প্রাধান্য দিয়ে শহরের
রাস্তঘাট প্রসস্থ করা হবে
….জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলার রাস্তাসমূহ প্রসস্থকরণ সংক্রান্ত এক সভা বুধবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন,চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে সকল ইউনিককে কাজে লাগাতে হবে ।এ ব্যাপারে কেবিনেট সচিব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন । সে আলোকে আমরা কাজ করবো । চাঁদপুর শহরের রাস্তঘাট প্রসস্থ করতে হবে । এ জন্য জনমত তৈরী করতে হবে ।এটাকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে । এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন । আমরা নভেম্বরে শহরের ১টি রাস্তা,ডিসেম্বরে ১টি রাস্তা ,জানুয়ারীতে ৫টি রাস্তা ও ফের্রুয়ারীতে সবকটি রাস্তা প্রসস্থকরণের কাজ সম্পন্ন করবো । এ ক্ষেত্রে চাঁদপুর পৌরসভার সহযোগিতা প্রয়োজন । তিনি আরো বলেন,চাঁদপুর শহরের রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে ।এ ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি । আশা করছি চাঁদপুরবাসীর স্বার্থে রেলবিভাগ এ কাজে এগিয়ে আসবে ।জেলা প্রশাসন ,পুলিশ বিভাগ,রেলবিভাগ,চেম্বার,সুধীজন,সাংবাদিকসহ সবাইকে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে সফল করতে কাজ করতে হবে । যার যার অবস্থান থেকে কাজ করতে হবে । এ সভা প্রতি ১৫দিন পর পর করা হবে । বিশেষ করে ব্র্যান্ডিং সভার দিন প্রতি শনিবার বিকেলে এ সভাটিও একই সাথে করা হবে । এ ছাড়া আগামী ৪ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহরের রাস্তাঘাটের সার্বিক অবস্থা দেখতে সরজমিনে যাওয়ারও সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেনের পরিচালানায় সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান ,চাঁদপুর টিআইবির সভাপতি কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী,চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শামসুদ্দোহা ,নগর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন ,চাঁদপুর জেলা কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন,চাঁদপুর রেল শ্রমিকলীগের সভাপতি মোঃ মাহাবুব হোসেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান প্রমুখ ।