স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে আবারো অস্ত্রের মহড়া দিয়েছে বখাটে যুবকরা। ভাংচুর করা হয়েছে গাড়ি, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ হাকিম প্লাজা মার্কেটের সামনে আড্ডাকে কেন্দ্র করে শহরের কোড়ালিয়া ও পালপাড়া এলাকার দু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্বের রেশ ধরেই গতকাল সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ১৫ থেকে ২০ বছর বয়সের একদল বখাটে যুবক শহরের বিভিন্ন অলিগলি এবং মার্কেট থেকে হঠাৎ বের হয়ে রাম দা, চাপাতি, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালায়। তারা মুহূর্তেই চিৎকার করে শাপলা চত্বর হতে পূর্বদিকে হকার্স মার্কেটের শেষ সীমানা পর্যন্ত অস্ত্রের মহড়া চালায়। তাদের হৈ হুল্লোড়ে ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে থাকে। এ সময় তারা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদের প্রাইভেটকারসহ বেশ ক’টি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাংচুর চালায়। এ ছাড়া তিনটি অটোরিক্সা এবং চটপটি বিক্রেতার একটি গাড়িসহ রাস্তার পাশে থাকা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও ভাংচুর চালায়।
ঘটনার পরপরই খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল হক, সেকেন্ড অফিসার মনির আহমেদসহ বেশ ক’জন এসআই ও গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই থানার এসআই বিপ্লব এ ঘটনায় জড়িত সন্দেহে মিশন রোড এলাকা থেকে শুক্কুর (১৯), রতন (২০), রোকন (২০) এবং হাবিব (১৯) নামে ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম ওয়াদুদের কাছে জানতে চাইলে তিনি জানান, চাঁদপুর শহরে স্বাধীনতা বিরোধীদের একমাত্র শত্রু আমি। তা ছাড়া অন্য কারো সাহস নেই আমার গাড়ি ভাংচুর করার। আমার অফিসের নিচে পার্কিং অবস্থায় কে কে গাড়ির উপর হামলা করেছে আমরা দেখেছি এবং সে অনুযায়ী সংশ্লিষ্টদের কাছে সন্ত্রাসীদের তালিকা দেয়া হয়েছে। শহরের এ বখাটেদের সাথে মিশে স্বাধীনতা বিরোধী দু-একজন সন্ত্রাসী এ কাজ করেছে বলে আমি মনে করি।