চাঁদপুর: চাঁদপুর শহরের মধ্যগুণরাজদী ভূঁইয়াবাড়ির মৃত ইউসুফ ভূঁইয়ার মেয়ে রেণু বেগম (৪০) ও তার ভাইরা বসতঘর নির্মাণের সময় সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় তাদের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়। রোববার মধ্যগুণরাজদী ফায়ার হাউজের পেছনে ভূঁইয়া বাড়িতে সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার খালেক ভূঁইয়ার ছেলে মোস্তফা ভূঁইয়া (৫৫), চুন্নু ভূঁইয়া (৫৫), সফিকুর রহমান ভূঁইয়া (৩৫), হৃদয় (২০) ও সুমন বেপারী (২৬) সহ মোট ৮জন মারাত্মক আহত হয়। এ ব্যাপারে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগের আলোকে জানা যায়, মৃত ইউসুফ ভূঁইয়া ৮৮ নং গুণরাজদী মৌজার সিএস ও এসএ ২৪৩ নং দাগ বি. এস. ১১৮ নং দাগে মোট ১৮ শতক জায়গা ক্রয় করেন। পরে ১৮ শতক জায়গা ১৯৭০ সালে মতিন বেপারীর কাছ থেকে ক্রয় করে। এরপর থেকেই উক্ত স্থানে ইউসুফ ভূঁইয়া গংরা ভিটে বাড়ি উঠিয়ে বসবাস করে আসছে। বিভিন্ন সময় পার্শ্ববর্তী বেপারী বাড়ির নান্নু বেপারী, সাত্তার বেপারী, মিজান বেপারীসহ তাদের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। গতকাল সোমবার রেণু বেগম পৈত্রিক জায়গায় পাকাঘর উঠাতে গেলে তারা পুনরায় চাঁদার টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অপরাগত প্রকাশ করলে ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও লোকজনকে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় রেণু বেগম জানায়, ঘটনার দিন ইট-বালু ও সিমেন্ট দিয়ে বাড়ির কাজ করার সময় পার্শ্ববর্তী বেপারী বাড়ির নান্নু বেপারী, সাত্তার বেপারী, মিজান বেপারী, মহসিন বেপারী, আমিন বেপারী সহ আরো ১০/১২ জন এসে প্রথমে রাজ ও জুগালীদের ব্যাপক মারধর করে। পরে তাদেরকে বাধা দিতে গেলে তারা উত্তেজিত হয়ে বলে, টাকা না দিয়ে কীভাবে তোরা ঘর উঠাস? হয় টাকা দিবি না হয় কবরে যাবি। কিছুক্ষণ পরই তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বসতঘর কুপিয়ে ঘরের ভিতর ঢুকে ঢাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল লুট করে নিয়ে যায়। ঘটনার দিন রাতে তারা সদর হাসপাতালে থাকার সুযোগে সন্ত্রাসীরা পুনরায় তাদের বাড়িতে ঢুকে ইট ও সিমেন্টের বস্তা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক কিবরিয়া মামলাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তাদের আশ্বস্ত করেন।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।