স্টাফ রিপোর্টার:
গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরে ছাত্রলীগের দু’ গ্রুপ ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এক গ্রুপ অপর গ্রুপের বাসা, অফিস এবং নিরীহ মানুষের দোকানপাট ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোতালেবের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। একই সময় তারা জোড় পুকুর পাড় এলাকাস্থ জেলা ছাত্রলীগ সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তারা তখন ঐ এলাকার বেশ কিছু নিরীহ লোকের দোকানপাটে হামলা চালায়। এরপর পাল্টা জবাবে ছাত্রলীগের বেশ কিছু কর্মী জেলা ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম এমিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান পিক ম্যানেজমেন্টে হামলা চালায়। এই হামলা ও ভাংচুরের সময় উভয় পক্ষের যুবকরা প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এসে শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচন নিয়ে ছাত্রলীগ নেতা এমিল ও রনির মধ্যে বিরোধ হয়। এরই জের ধরে গতকাল রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তির গ্রুপের যুবকরা সভাপতি শেখ মোতালেবের বাসায় হামলা চালায় এবং অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।