“নির্বাচন পরবর্তী সহিংসতা
চাঁদপুর শহরে বিয়ে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বসত বাড়িতে হামলা, গাড়ি ভাংচুর শফিক ভূঁইয়াসহ আহত ২০
প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাংচুর হয়েছে। হামলাকারীরা বঙ্গবন্ধু সড়কের বিয়ে বাড়ি, লেডী প্রতিমা স্কুল ও তালতলা বকাউল বাড়ি এলাকায় বিএনপি সমর্থকদের বাড়িঘর ভাংচুর করেছে। তালতলা বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবি কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, ওই কেন্দ্র মূলত আওয়ামী লীগ সমর্থকদের কেন্দ্র। এ কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত দেওয়ান শফিক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ মনিরা চৌধুরী জয়লাভ করায় বিএনপি নেত্রী ও সাবেক পৌর মহিলা কাউন্সিলর জোহরা আনোয়ার হীরা এবং যুবদল নেতা কামরুল ইসলাম জগলুর বসত বাড়ি ভাংচুর করা হয়। এ সময় জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিকের ভাইয়ের স্ত্রী, ছেলেমেয়েসহ বাড়ির লোকজনকে তারা বেদম মারধর করে। এলাকার মানুষ তাদের ভয়ে বাড়িঘর থেকে আর বের হয়নি। সন্ধ্যায় দর্জিঘাট এলাকার গুনরাজদী সপ্রাবির একটি ভোট কেন্দ্রে ভোট গণনা দেখতে গেলে সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়াকে মারধর করা হয়। এতে তার বাম চোখে মারাত্মক জখম হয় বলে জানা গেছে। এ ঘটনার পর পরই কতিপয় উচ্ছৃঙ্খল যুবক ট্রাকরোড এবং মিশন রোড এলাকায় গাড়ি ভাংচুর করে। সন্ধ্যার পর থেকে সদর উপজেলা নির্বাচনের পরাজিত প্রার্থীদের সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অনেককে মারধর করে। তাদের হামলায় বিভিন্ন এলাকায় প্রায় ২০ জনের মতো নেতা-কর্মী ও সাধারণ নিরীহ মানুষ আহত হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।