চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ২শ’ টাকাসহ মো. আরিফ হোসেন খান (৩৭) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মঙ্গলবার বিকেল ১৭.৩০ ঘটিকার দিকে সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন চেয়ারম্যান ঘাট এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ঢাকা কুমিল্লা রোডের উত্তর পার্শ্বে রাস্তার উপর আসামীকে ঘেরাও করে আসামী মোঃ অরিফ হোসেন খান, (গ্রেফতার),পিতা মৃত মোঃ ফারুকুল ইসলাম, মাতা-সাজেদা বেগম এর দেহ তল্লাশী করে ২৯ পিস ইয়াবা ও মাদকবিক্রির ৭ হাজার ২শ’ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন চেয়ারম্যানঘাট ও আদালত পাড়া এলাকায় অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে।
এই ঘটনায় উপপরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করবেন। অভিযান অব্যাহত থাকবে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/