চাঁদপুর শহরে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উশৃংখল শ্লোগান দিয়ে একটি জটিকা মিছিল বের করেছে ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ৫০/৬০জন নেতা-কর্মী পূর্ব পরিকল্পিতভাবে স্কুল মাঠে একত্রিত হয়ে হরতাল সর্মথনে মিছিল বের করে শহরের অনন্যা মার্কেট মোড়ে এসে শেষ হয়। সম্প্রতি জামায়েত নেতা মুজাহিদের ফাঁসি কার্য়কর করায় পূর্ব ঘোষিত হরতাল সর্মথনে জেলা ছাত্র শিবির মিছিলটি বের করে। এসময় সরকার বিরোধী শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।মিছিল শেষে শহরের অনন্যা মার্কেট মোড়ে সমাবেশ করে ছাত্র শিবির।
তার সংক্ষিপ্ত সমাবেশে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে দ্রুত পালিয়ে যায়। সমাবেশ শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শহীদ মুক্তিযোদ্ধা সড়কের মিন্টু নামের এক ব্যবসায়ী জানায়, হঠাৎ নারায়ে তাকবির বলে শিবির কর্মীরা মিছিল শুরু করে। তারা সাকা-মুজাহিদকে কেন ফাঁসি দেয়া হলো, তার প্রতিবাদ এবং খুনি হাসিনার বিচার চাই বলে শ্লোগান দেয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, শিবির কর্মীরা মাত্র কয়েকমিনিটের জন্য মিছিল করেছে। পুলিশ যাওয়ার পূর্বেই তারা স্থান ত্যাগ করেছে। তবে তাদেরকে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।