রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে । দুটি স্থানে দেবে গেছে প্রায় মিটার এলাকা । পরিস্থিতি মোকাবেলায় বাঁধ এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে । বসানো হয়েছে পুলিশ পাহারা । উত্তাল মেঘনার তীব্র স্রোত আর বিশাল ঢেউ এর আঘাতে শহর রক্ষা বাঁধের বিভিন্ন এলাকার সিসি ব্লক দেবে যাচ্ছে। সেই সাথে কয়েকটি স্থান দিয়ে উপচে পড়ছে পানি । এ অবস্থায় শহর রক্ষা বাঁধের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেড এলাকাকে ঝূকিপূর্ণ ঘোষনা করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার রাত থেকে পদ্মা-মেঘনা – ডাকিতয়া এই তিন নদীর মোহনা এলাকায় পানির তীব্রতা বাড়তে থাকে । নদী উত্তাল হয়ে প্রচন্ড ঢেউ এসে আঘাত হানতে থাকে শহর রক্ষা বাঁধে । শুরু হয় আকস্মিক ভাঙ্গন । পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীরা জানিয়েছেন, নদীতে হঠাৎ করে পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আকস্মিকভাবে শহর রক্ষা বাধের বিভন্ন এলাকায় ধস ও ভাঙ্গন দেয়া দিয়েছে । ঢাকা থেকে উর্ধত্বন কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা আসবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।