শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের পূরবী মার্কেটের ৩য় তলায় শেরাটন হোটেল অনৈতিক কাজ করার অপরাধে কলেজ ছাত্রী, গৃহবধু ও হোটেল কর্মচারী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২ টায় চাঁদপুর মডেল থানার এসআই রাসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেল ব্যাপক তল্লাশী চালায়। এসময় আবুল কালামের মেয়ে ফরক্কাবাদ কলেজের ছাত্রী কানিজ ফাতেমা (১৮) এর সাথে তার চাচাতো বোন তানিয়ার দেবর ফরিদগঞ্জ রামপুর বাজারের কাদির আলীর ছেলে জামাল (২২) কে পুলিশ হোটেলের রুম থেকে আটক করে। একই সাথে পাশের রুম থেকে ফরিদগঞ্জ উপজেলার সবুজের স্ত্রী রাশিদা বেগম(৩০) এর সাথে রূপসার আকবর আলীর ছেলে টেলু বেপারী (৪০) সহ হোটেল ম্যানাজার সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, চাঁদপুরে হোটেল গুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধ করার লক্ষে বেশ কয়েকবার হোটেল মালিকদের থানায় ডেকে নিয়ে সাবধান করা হয়। তার পরও তারা কিশোর কিশোরি, কলেজ ছাত্র ছাত্রী ও প্রেমিক যুগলদের ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এর পূর্বে হোটেল শেরাটন থেকে ডজন খানিকবার পতিতা খদ্দর, কিশোর কিশোরি, কলেজ ছাত্র ছাত্রী ও প্রেমিক যুগলদের আটক করা হয়েছে। গেল কয়েকদিন পূর্বে শেরাটন জোটেল ম্যানাজার আলামিনকে পতিতা খদ্দর সহ আটক করা হয়েছে। তার পরও হোটেল মালিক ম্যানাজার পরিবর্তন করে এ অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।