শরীফুল ইসলাম ॥
চাঁদপুর ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় গতকাল বিকাল ৩ টায় প্রথমবারের মতো আন্ত স্কুল ফুটবল প্রতিযোগীতা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড়ানো ও শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে টুর্ণামেন্ট উদ্বোধন করেন। টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করেছেন জেলা ফুটবল এশোসিয়েসনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ার্।ী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সদ্য সমাপ্ত জেলা ফুটবল লীগের সফল সমাপ্তির পর এবার আমরা স্কুল ফুটবল লীগ আরম্ভ করেছি। আশা করি ক্ষুদে ফুটবলারদের এ আয়োজনকে সফলভাবে শেষ করতে পারবো। সারা বছর মাঠে খেলাধুলার আয়োজন করে আমরা বাংলাদেশের সেরাজেলা ক্রীড়া সংস্থায় পরিনত হতে চাই। খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়। স্কুল ফুটবলের পর হ্যান্ডবল লীগ ও কাবাডি লীগ অনুষ্ঠিত করবে জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথির বক্তব্য জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেল্।া চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা একের পর এক খেলাধুলার মাধ্যমে মাঠ সরগরম করে রাখছে। এতে করে যুবসমাজ কিছুটা হলেও ধংশ থেকে রেহাই পাচ্ছে। স্কুল ফুটবল সফলভাবে সমাপ্ত হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। জেলার ৮ উপজেলার ৩২ টি স্কুলের অংশ গ্রহনে ক্ষুদে ফুটবলারদের দীর্ঘদিনের প্রতিক্ষিত ফুটবল আসর আন্ত স্কুল ফুটবল টুর্ণামেন্ট ২০১৪। উদ্বোধনি খেলায় ঐতিহ্যবাহি ব্যাবসায়ীক এলাকা শহরের পুরাণ বাজার মধুসুধন উচ্চ বিদ্যালয় বাবুর হাট উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। । কয়েকটি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আলাপকালে তারা জানান, এই প্রথম ব্যাক্তিগত উদ্যেগে ষ্টেডিয়ামে টুর্ণামেন্টটি হওয়ায় ছাত্রদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা ফুটবল এশোসিয়েসনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ার্।ী এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহিদুর রহমান চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত, রাজিবুল ইমলাম খান, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব জাহাঙ্গির আখন্দ সেলিম, সুবাস রায়, তমাল ঘোষ, ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা ফুটবল এশোসিয়েসনের কর্মকর্তাবৃন্দ, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।