এম.এম কামাল ঃ চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে স্থানীয় কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মহসিন পালোয়ান এর উদ্যোগে বাবুরহাট বাজারে ন্যায্যমূল্যে ব্রয়লার মুরগী বিক্রি করছেন। যার জন্য ক্রেতারা বাজারে সিরিয়ালে সাড়িবদ্ধভাবে বৃষ্টির মাঝেও দাড়িয়ে মুরগী ক্রয় করতে দেখা গেছে।
জানা যায়, চাঁদপুর জেলার বিশিষ্ট ব্রয়লার ব্যবসায়ী বাবুরহাট সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান, জনগণের একটু দোয়া আমার ভবিষ্যতকে সাফল্যের রাস্তা। যখন মুরগীর বাজার জেলার বিভিন্নস্থানে ব্রয়লার মুরগী ১’শ ৪০ টাকা কেজি এমন সময় আমি ১’শ ১৩ টাকা ধরে নায্য মূল্যে মুরগী বিক্রি শুরু করি। আমার দোকানে মুরগী ক্রয়ের জন্য জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন কেহ ৫০ টি, কেহ ১০০টি, কেহ ১০টি, কেহ ১টি এমনভাবে মুরগী ক্রয় করে নিয়ে যায়। বাবুরহাট মধ্যে বাজার সততা এন্টারপ্রাইজে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ হাজার পিচ মুরগী যার ওজন ৩৬’শ কেজি প্রায় দৈনিক বিক্রি হচ্ছে। সততা এন্টারপ্রাইজের মালিক বলেন, আমি জেলার একজন মুরগী ব্যবসায়ী হিসেবে মুরগী দোকানীদেরকে মুরগী পাইকারি বিক্রি করতাম। বিল আদায় করতে গিয়ে দেখি