চাঁদপুর সদর উপজেলার দক্ষিন দাসদী বেপারী কান্দি মোড় থেকে ২ শিশুকে অপহরনকালে অপহরণ চক্রের ৩ হোতাকে স্থানিয় জনতা কতৃক আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বেপারী কান্দি মোড়ে একটি মাইক্রো বাস (ঢাকা মেট্রো ল-১১-৩৮৭৬) দীর্ঘসময় দাড়িয়ে থাকে। মাইক্রোতে থাকা বরিশাল খড়েরদিয়া কোতয়ালী এলাকার মোরশেদ আলীর ছেলে জানে আলম বাবু (৩২), চাঁদপুর সদর উপজেলার মান্দারী এলাকার সোলেমান পাঠানের ছেলে হাসনাত পাঠান, একই এলাকার মনু মিয়ার ছেলে কাউছার মাইক্রোতে বসে থাকে। এ সময় স্থানিয় দক্ষিন দাসদী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী তানজীলা আক্তার ও ৩য় শ্রেনীর ছাত্রী কুলছুমা আক্তার মাদ্রাসা থেকে বাড়ী যাওয়ার সময় মাইক্রোতে থাকা যুবকরা শিশুদের ডাকদিয়ে ললিপপ চকলেট খাওয়ার জন্য বলে। এবং শিশুদের জোর পূর্বক মাইক্রোতে উঠানোর চেষ্টা চালায়। এ সময় ৫ম শ্রেণীর ছাত্রী তানজীলা দৌড়ে গিয়ে পাশে থাকা তার চাচা খালেক বেপারীর দোকানে গিয়ে উঠে। চাচাকে ঘটনার বিবরন দিলে স্থানিয় জনতার সহযোগীতায় মাইক্রোতে থাকা ৩ অপহরণ চক্রে হোতাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৩ অপহরণকারীকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।