স্টাফ রিপোর্টার:
সদ্য সমাপ্ত চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে দলীয় নেতা যারা অবস্থান নিয়েছেন এমন ১৭ জন নেতাকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সদর উপজেলার এমন পাঁচটি ইউনিয়নকে চিহ্নিত করে ওই সব ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়। ইউনিয়নগুলো হচ্ছে : ৪নং শাহমাহমুদপুর, ১১নং ইব্রাহিমপুর, ১২নং চান্দ্রা, ১৩নং হানারচর ও ১৪নং রাজরাজেশ্বর। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি সংক্রান্ত এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় : বিগত ৩১ মার্চ ২০১৬ খ্রিঃ চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহমাহমুদপুর, ১১নং ইব্রাহিমপুর, ১২নং চান্দ্রা, ১৩নং হানারচর ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে এবং বিএনপির প্রার্থী/স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে নিম্নে বর্ণিত ব্যক্তিগণকে বাংলাদেশ আওয়ামী লীগের তাদের স্ব স্ব সাংগঠনিক পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ও পদবী : আজিজুর রহমান খান (ভুট্টু), সহ-সভাপতি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; প্রকৌশলী আক্তারুজ্জামান পাটওয়ারী, সহ-সভাপতি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ সামছুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; আব্দুল মতিন মিয়াজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ হুমায়ুন পাটওয়ারী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; মিজানুর রহমান মিলিটারি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ; নিলু হাওলাদার, সদস্য, আহ্বায়ক কমিটি, ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ; আঃ কাদির পাটওয়ারী, সদস্য, আহ্বায়ক কমিটি, ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ; আবুল হাসানাত চৌধুরী (মুকুট), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ; নয়ন খান, সদস্য, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ; হারুনুর রশিদ মিয়া, উপদেষ্টাম-লীর সদস্য, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ; রফিকুল ইসলাম খান, উপদেষ্টামন্ডলীর সদস্য, ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ হাবিবুর রহমান (হাবু ছৈয়াল), সভাপতি, ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ মকবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক, ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ লনী মিয়া গাজী, সদস্য, ১৩নং হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ; মোঃ সায়েদ সরকার, সহ-সভাপতি, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও মোঃ খলিলুর রহমান বেপারী, সদস্য, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ।