শরীফুল ইসলাম ॥
চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্লান ও বাজেট রিভিউ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) শংকর রঞ্জন সাহা। তিনি বলেন, চাঁদপুরের উপজেলা গুলোতে সচ্ছতার মাধ্যমে নির্বাচন করলে আশা করি কোন সমস্যা দেখা দিবেনা। আর আপনারা যারা বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তাদেরকেও কোন দিহীতা করতে হবে না। আমরা সামাজিক ভাবে জনগনের কাছে সর্বাঙ্গিক জবাব দিহীতার মাঝে রয়েছি। আপনারা যারা উপজেলার চেয়রম্যান রয়েছেন, সকলে এক হয়ে সচ্ছভাবে কাজ করলে ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব আশাকরি। আপনারা যারা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করবেন তারা আগামী ৩১ মার্সের মধ্যে একটি তথ্য ও বাজেট বই বের করবেন। ইউনিয়ন চেয়রম্যানদের ভাতা নিয়ে বাজেট বৃদ্ধি করতে স্থানীয় সরকারের মাধ্যমের মাধ্যমে অর্থ মন্ত্রনালয়কে প্রস্তাব করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে সেটি কার্যকর হবে এবং এর জন্য উপজেলা চেয়ারম্যান আপনাদেরকে সকর রকম সহযোগীতা করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকত্তা দুলাল চন্দ শূত্রধর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া,অ্যাড. মুনিরা চৌধুরী। এসময় সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের মাধ্য উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বেপারী, দেলোয়ার হোসেন খান, আলহাজ্ব আব্দুল মান্নান মাল, স্বপন মাহৃমুদ, আবু জাফর মোহাম্মদ সালেহ, সরর্দার রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী পাঠান, হাফিজুর রহমান ঢালী, ইউসুফ আলী, লনি গাজী প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।