স্টাফ রিপোটার ঃ
বুধবার চাঁদপুর সদর উপজেলাধীন আশিকাটি ইউনিয়ন ভূমি অফিসে সদর উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান ভূমি সেবা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব উদয়ন দেওয়ান এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব পঙ্কজ বড়–য়া উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাধারণ জনগণের দোড়গোড়ায় সেবা নিতে পারেন, কিভাবে সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন, কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান এবং লীজ সম্পত্তি নবায়ন করতে পারেন এসব বিষয় ছাড়াও ভূমি সংক্রান্ত ব্যাপক বিষয়সমূহ উপস্থাপন করা হয়। সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে ভ্রাম্যমান ভূমি সেবা অনুষ্ঠানটি সকলের কাছে ডিজিটাল বাংলাদেশ এর ডিজিটাল সেবা হিসাবে গণ্য করা হয়েছে। তাই ভূমি সংক্রান্ত যেকোন সেবা গ্রহণের জন্য যোগাযোগ ঃ
উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর-মোবাইল ঃ ০১৭৩০-০৬৭০৬০; ফোন ঃ ০৮৪১-৬৩৪২৪, ই-মেইলunochandpursadar@gmail.com,, সহকারী কমিশনার (ভূমি), চাঁদপুর সদর-মোবাইল ঃ ০১৭৩০-০৬৭০৬১, ফোন ঃ ০৮৪১-৬৩৪৯৫, হট লাইন ঃ ০১৫১১-০৬৭০৬০, ই-মেইল ঃaclandchandsadar@gmail.com