স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার। চাঁদপুর পৌর পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ২টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু। সম্মেলন উদ্বোধন করবেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
দীর্ঘ প্রায় ছয় বছর পর চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এর আগে ২০০৯ সালে সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে সদর ও পৌর বিএনপির কার্যকরী কমিটি গঠন হয়। তখন সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান গাজী এবং পৌর বিএনপির সভাপতি পদে অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন মাঝি নির্বাচিত হন। দীর্ঘ ছয় বছর তাঁদের নেতৃত্বে সদর উপজেলা ও পৌর এলাকায় বিএনপির কার্যক্রম চলে। এরপর গত বছরের নভেম্বরে সদর ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে এই দুই কমিটির সভাপতিদ্বয়কে আহ্বায়ক করে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটির আয়োজনেই আগামী ১৫ ফেব্রুয়ারি সম্মেলন হবে। সদর ও পৌর সম্মেলনের পরই জেলা সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষণা হবে।
সম্মেলনকে ঘিরে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। যারা নেতৃত্বে আসতে চান তারা ইতোমধ্যে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে এটা নিশ্চিত যে, উভয় কমিটিতেই নূতন নেতৃত্ব আসছে। কারণ, বর্তমান দুই আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম আর সদর ও পৌর বিএনপিতে থাকছেন না, এটা তাঁদের দুজনের মুখ থেকেই শোনা গেছে। তাঁরা অন্যদের জায়গা করে দেবেন। তাই বুঝা যাচ্ছে উভয় কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নূতন নেতৃত্ব আসছেন। এ পর্যায়ে উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম শোনা যাচ্ছে। সদরের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আলাপ করে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিন জনের নাম শোনা যাচ্ছে। এরা হচ্ছেন : সভাপতি পদে বর্তমান যুগ্ম আহ্বায়ক ও সাবেক কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু এবং যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
আর সাধারণ সম্পাদক পদে তিন জন হচ্ছেন : বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জনু, সাবেক কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মানিকুর রহমান মানিক এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিয়াজী। আর পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আক্তার হোসেন মাঝির নাম শোনা যাচ্ছে। যিনি পৌর বিএনপির সাবেক কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। আর সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ হারুনুর রশিদ ও অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের নাম শোনা যাচ্ছে। এরা দুজনই বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তবে শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা হয়ত আরো বাড়তে পারে। আর কমিটি গঠন ভোটাভুটির মাধ্যমে হয় না কি প্রস্তাব সমর্থনের মাধ্যমে হয় এটি এখনো পরিষ্কার নয়। তবে যেভাবেই হোক আক্তার হোসেন মাঝি পৌর বিএনপির সভাপতি পদে প্রার্থী হিসেবে থাকবেন বলে তিনি জোর দিয়ে বলেন।