চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। চাঁদপুর পৌর পার্কে (পৌর ঈদগাহ) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে। একই মঞ্চে একই সময় সদর ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান এ তথ্য জানান।
দেওয়ান মোঃ সফিকুজ্জামানের সাথে আলাপ করে জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু। সম্মেলন উদ্বোধন করবেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
সদর ও পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে নানা জল্পনা-কল্পনা চলছে। উভয় কমিটিতেই পরিবর্তন আসছে এমনটাই আলোচনা শোনা যাচ্ছে নেতা-কর্মীদের মাঝে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নূতন নেতৃত্ব আসতে পারে আবার বর্তমানে যারা আছেন তাদের মধ্য থেকেও পদের রদবদল হতে পারে। তবে সদর উপজেলার কমিটিতে সভাপতি পদে পরিবর্তন আসছে এটা অনেকটা নিশ্চিত। সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান আর সদর উপজেলা বিএনপিতে থাকছেন না। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন। দলের নেতা-কর্মীদের থেকে এমনটাই শোনা গেলো। এদিকে সদর ও পৌর বিএনপির কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিকজনের নাম শোনা গেলেও কাউকেই প্রকাশ্যে প্রচারণা চালাতে অথবা প্রার্থিতা ঘোষণা করতে এখনো পর্যন্ত শোনা যায় নি। তবে প্রার্থী কারা কারা হচ্ছেন তা সহসাই পরিষ্কার হয়ে যাবে বলে নেতা-কর্মীরা জানান।