রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের ফরক্কাবাদ ইউনিয়নে প্রেমের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর বন্ধুদের সহযোগিতায় ভিডিও প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক শাওনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখায় ফরিদগঞ্জ কাশারা এলাকার রকিবুল ইসলামের ছেলে শাওন (২২)। ধর্ষক শাওন ফরক্কাবাদ গুলিশা এলাকায় তার নানার বাড়িতে থাকতো। গত ১ বছর ধরে গুলিশা এলাকার উক্ত ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে শাওন কয়েকবার ধর্ষন করে বলে জানাযায়। এ ঘটনায় শাওনকে সহযোগিতা করে তার বন্ধু রিয়াদ ও আরো কয়েকজন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে শাওনের বন্ধু রিয়াদ স্কুল ছাত্রীকে মোবাইল ফোনে জানায় শাওন এ্যাকসিডেন্ট করেছে। তাকে দ্রুত ঘর থেকে বের হওয়ার জন্য বলে। খবরটি শুনে স্কুল ছাত্রী বের হলে তাকে রিয়াদের চাচার ঘরে নিয়ে যায়। পুর্ব পরিকল্পনা অনুযায়ি শাওন স্কুল ছাত্রীকে জোর পুর্বক ধর্ষন করে এবং এ ধর্ষনের দৃশ্য তার বন্ধু রিয়াদকে দিয়ে ভিডিও করায়। পরবর্তিতে স্কুল ছাত্রীর সাথে সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করে। ধর্ষনের ভিডিও স্থানীয় বাজারের লোকজনকে দেখায় বলে জানাযায়। এ ঘটনায় স্কুল ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন কর্তৃক রক্ষা পায়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি চক্র বেশ চেষ্টা তদবির চালায়। গত বুধবার রাতে ধর্ষক শাওন তার আরো কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে পূনরায় স্কুল ছাত্রীর বাড়ির কাছে এসে তাকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গন ধোলাই দেয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরদর্শক রফিকুল ইসলাম বুধবার গভির রাতে ঘটনাস্থল থেকে ধর্ষক শাওনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৮। তারিখ ২৪ ফেব্রুয়ারী ১৬। আজ ধর্ষক শাওনকে আদালতে প্রেরণ করা হয়েছে।