রফিকুল ইসলাম বাবু ॥
ঠান্ডাজনিত কারনে গত দু,দিনে শতাধিক শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বেশীর ভাগ শিশুই শ্বাসতন্ত্রের প্রদাহ জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। শিশুদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। বিশেষ করে শিশুরা শ্বাসকষ্ট, জ্বর, নিমুনিয়া ও ব্রংকাইটজ রোগে আক্রান্ত হচ্ছে বেশী। হাসপাতালে গিয়ে দেখা যায় এক মাস থেকে শুরু করে দুই বছর বয়সী শিশু সংখ্যাই বেশী। এদিকে হাসপাতালে সিট না পেয়ে অনেক মায়েরাই তাদের শিশুদের নিয়ে হাসপাতালের মেঝেতে স্থান নিতে বাধ্য হচ্ছে। মায়েরা কষ্ট করেও হলে তাদের শিশুদের চিকিৎসা নিয়ে সুস্থ করে বাড়ি ফিরতে চায়। শহরতলীর শিশুরাই বেশী আক্রন্ত হচ্ছে। হাসপাতালে ভর্তি শ্বাস কষ্টে আক্রান্ত দেড় বছরের শিশু সায়িম, শান্তা, মাসুম, রাকিব, মুন্ন, মানিক, মুন্নি, রহিমা, ফাতেমা, পিয়াস প্রমূখ।
এব্যাপারে হাসপাতালের আরএমও ডা. বেলায়েত হোসেন জানান, গত তিন চার দিন যাবৎ দেশে শৈত্য প্রবাহ চলছে। এতে করে শীত বেড়েছে সাথে বইছে হিমেল ঠান্ডা বাসাত। এ কারনে শিশুদের ঠান্ডা লেগে শ্বাসতন্ত্রের প্রদাহ বেড়ে বিভিন্ন ঠান্ডজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ সময়টিতে মায়েদের শিশুদের প্রতি বেশী শর্তকর্তা অবলম্বন করতে হবে। ঠান্ডার কারনে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একারনে তাদের গরম কাপড় পড়িরে রাখতে হবে। বুকের দুধ বেশী করে খাওয়াতে হবে। সাথে প্রুটিন জাতিয় খাদ্য শিশুদের দিতে হবে। তিনি আরো জানান, শিশুদের শ্বাস কষ্ট হলে অবিভাবকরা যেন নিকটস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।