শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা অজ্ঞাত বৃদ্ধ মারা যাওয়ার ২ দিন যাবদ হাসপাতালের শিরির নিচে পরে থাকতে দেখা যায়। মৃত্যুর খবর শুনে পুলিশ তাৎক্ষনিক কোন ব্যাবস্থা না নাওয়ায় জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাত ৮ টায় সদর হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মতলব উত্তরের অজ্ঞাত বৃদ্ধ মারা যাওয়ার পর বুধবার রাত পর্যন্ত লাশ হাসপাতালে পরে থাকতে দেখা যায়।
জানা যায়, গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৫টায় মতলব উত্তর নয়নপুর থেকে জাবেদ আলী নামে এক ব্যাক্তি গুরুত্তর অসুস্থ অবস্থায় অজ্ঞাত বৃদ্ধাকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। তার পর থেকে তার কোন পরিচয় পাওয়া যায়নি ও কেউ কোন খবর নেয়নি। শুধু উন্নত চিকিৎসার অভাবে মঙ্গলবার রাত ৮ টায় বৃদ্ধের মৃত্যু হয়। মার যাওয়ার পর হাসপাতাল থেকে চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকবার খবর দিলেও পুলিশ ঘটনার পরেও তাৎক্ষনিক কোন ব্যবস্থা নেয়নি। হাসপাতালের ডাক্তার জানায়, পুলিশের ঘাফলতির কারনে ২ দিন যাবদ লাশ শিরির নিচে পরে রয়েছে। কয়েকবার পুলিশকে খবর দেওয়ার পরেও তারা কোন ব্যাবস্থা নেয়নি।