শরীফুল ইসলাম *
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আয়োজনে ৮ ডিসেম্বর রোববার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, আমাদের কলেজের ক্যাম্পাসগুলো যদি নিরাপদ ও পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারি তবে ছাত্র-ছাত্রীদের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে না। আর এজন্যই প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশিষ্ট আইটি উদ্যোক্তা তরুণ প্রজন্মের প্রিয় মানুষ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রতিটি বিশ্ব বিদ্যালয়ে “ক্লিন ক্যাম্পাস সেভ ক্যাম্পাস”-এর ঘোষণা করেন। এ কর্মসূচির উদ্দেশ্য হলো আমাদের কলেজগুলো নিরাপদ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। যাতে করে এখানে শিক্ষাগ্রহণ করতে দূর-দুরান্ত থেকে আসা শিক্ষার্থীরা নিরাপদ এবং সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করেতে পারে। তিনি আরো বলেন, প্রতিটি ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই বড় বড় ভালো কাজ করার প্রবণতা সৃষ্টি হয়। আমাদের ঘর, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি ভালো না থাকে তবে আমরাও ভালো থাকতে পারবো না।
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকির সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা বিএম’এর সভাপতি হারুনুর রশিদ সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী, জাহিদুল ইসলাম রোমান, সভাপতি শেখ মো. মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধনী’র পূর্বে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।