স্টাফ রিপোর্টার:
শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। শীতের কারণে ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ৯ দিনে এ হাসপাতালে ১৮৯ জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে কেউ চিকিৎসাধীন রয়েছে। আবার অনেকে চিকিৎসা শেষে চলে গেছে। গত ২১ জানুয়ারি রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে শিশু রোগীর চাপ রয়েছে। নার্সরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আর এ সকল শিশুর মধ্যে বেশির ভাগ শিশুই হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩ জানুয়ারি ১৪ জন, ১৪ জানুয়ারি ১২ জন, ১৫ জানুয়ারি ২৯ জন, ১৬ জানুয়ারি ২১ জন, ১৭ জানুয়ারি ২০ জন, ১৮ জানুয়ারি ৩০ জন, ১৯ জানুয়ারি ২১ জন, ২০ জানুয়ারি ২৩ জন, ২১ জানুয়ারি ১৯ জন রোগীসহ ৯ দিনে মোট ১৮৯ জন শিশু রোগী ভর্তি হয়েছে।
এদের বয়স ০ থেকে ১১ বছর। গত ২১ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এ তথ্য পাওয়া যায়।
এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাঃ অলিউর রহমান বলেন, এ সময় শীতজনিত কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তবে বেশি নয়। এ সময় ডায়রিয়া ও নিউমোনিয়া হয়ে থাকে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান, এটা শীতজনিত কারণে হয়েছে।