স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ২০ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিকল হওয়ায় চরম দূর্ভোগে চরেছে রোগীরা। গত বুধবার বিকেল ৪ টায় হঠাৎ করে হাসপাতালের ট্রান্সফারমারের সিটি পিটি নষ্ট হওয়ায় বিদুৎ না থাকায় রোগীরা এ দূর্ভোগে পরে। সাময়িকের জন্য হাসপাতাল কতৃপক্ষ জেনারেটর চালু করে বিদুৎ সরবরাহ করলেও রাতে বন্ধ রাখায় পুরো হাসপাতালে ভূতরে পরিবেশের সৃষ্টি হয়। বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে ছিনতাইকারী ও চোর চক্ররা সক্রিয় হয়ে রাতে রুগীর স্বজন সেজে রুগীদের বেশ কিছু মোবাইল ফোন ও মালামাল চুরির খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে বুধবার রাত ১টায় হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা প্রদানে ডাক্তারদের চরম বেগ পেতে হয়েছে। এছাড়া নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডের রুগীদের অন্ধকারে ইনজেকশন ও স্যালাইন পুশ করতে গিয়ে নার্সদের চরম হিমশিম খেতে হয়েছে। রাতে বিদুৎ না থাকায় সব গুলো ওয়ার্ডে মোমবাতি জ্বেলে রুগীদের সেবা দিতে তাদের স্বজনরা নির্ঘুম রাত কাটিয়েছে। নৌ ফাড়ির এক পুলিশ কনষ্টেবল মোঃ মহসিন অসুস্থ হওয়ায় তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিদুৎ না থাকায় চিকিৎসা ঠিকমতো না পাওয়ায় সে আরো অসুস্থ হয়ে পরে। বুধবার বিকেল ৪টায় হঠাৎ করে সিটি পিটি নষ্ট হওয়ায় পর থেকেই বিদুৎ অফিসের কর্মকর্তারা এসে মেরামত করতে না পারায় সারা রাত হাসপাতাল অন্ধকারচ্ছন্ন থাকে। এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় সিটি পিটি মেরামত করে দেওয়ার পর প্রায় ২০ ঘন্টা পর হাসপাতালের বিদুৎ সংযোগ সাভাবিক হয়।
এ ব্যপারে হাসপাতাল কতৃপক্ষ জানায়, হঠাৎ করে বুধবার বিকেল ৪টায় বিদুৎ এর ত্রুটিজনিত কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। রাতে কিছু সময়ের জন্য জেনারেটর চালু করে বিদুৎ দেওয়ায় রুগীদের দূভোর্গ কিছুটা কমেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিদুৎ এর লোক এসে বিদুৎ সংযোগ সাভাবিক করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।