অভিজিত রায়
চাঁদপুর (৩২৮২) সেন্ট্রাল রোটারি কাবের ২৫তম অভিষেক গতকাল সন্ধ্যা ৭টায় চাঁদপুর কাব মিলনায়তনে অনষ্ঠিত হয়েছে। রোটারিয়ান শেখ মো. হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
প্রধান অতিথি বলেন, দেশে জনসংখ্যা বেড়েছে দুই গুন। খাদ্য উৎপাদন বেড়েছে ৩ গুন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ ছিল বৈদেশিক নির্ভর। বর্তমানে তা ২ শতাংশের নিচে নেমে এসেছে। বিদেশ নির্ভর কমিয়ে আমরা এখন বানিজ্য নির্ভর হচ্ছি। যার ফলে বর্তমানে আমাদের গড় আয়ুষ্কাল প্রায় ৭০-এর কাছাকাছ নিয়ে এসেছি।
দেশবরন্য অর্থনীতিবীদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, আমাাদের মতবিরোধ থাকবে। কিন্তু সবাইকে নিয়ে সহবস্থান করতে হবে। তাদেরকে যুক্তি-তর্ক দিয়ে মোকাবেলা করতে হবে। তাহলেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
তার বক্ত্যব্যে তিনি উল্লেখ করেণ, বাংলাদেশ বেসরকারি উদ্যেগে অর্জনের কথা বলি। যার সাথে প্রশাসন ,রাজনৈতিক ও সামজিক অবস্থানসহ যাকে আমারা এনজিও বলি তা যুক্ত ছিল। যার কারনেই বিশ্ব আমাদের বর্তমানে বেশি সম্মান করেণ। বিশ্বে আমাদের সম্মানের জায়গাটি হচ্ছে বেসরকারি উন্নায়ন প্রতিষ্ঠানগুলো।
তিনি আরো বলেন, ‘৯০ দশকের পর আমাদের এগিয়ে যাওয়ার পেছনে বিশেষ অবস্থান চিল সংসদীয় গনতন্ত্রসহ সরকার পরিবর্তনে অনেক এগিয়ে যেতে সক্ষম হয়েছি। তবে অনেকে হয়তো বলবেন পূর্বের সময় নয় কেন? সেটাও মনেরাখাতে হবে। স্বাধীনতার সময় আমাদের দেশকে নিয়ে অর্থনীতিবীদরা বলেছেন, ‘এ টেষ্ট কেচ অব ডেভেলাপমেন্ট’। কারণ বন্যা, মহামারী, দুভীক্ষের কারনে জনসংখ্যার চাপ ক্রম্মনয় বাড়তে থাকছিল। তখন মানুষগুলো ছাড়া অন্য কিছু ছিলনা। রাজনৈতিক কৌশল ছাড়া বিশ্বের কাছে কিছুই ছিলনা। বর্তমানে তাদের সে ধারণা মিথ্যা প্রমান করছে এ দেশের মানুষ। যে আশঙ্খা ছিল তা আজ মিথ্যে হয়েছে। আমরা প্রমান করছি টেশসই কার্যক্রম রাষ্টে দাড় করিয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, বিশিষ্ঠ সাংবাদিক জয়ই মামুন, এটিএন নিউজের প্রনব সাহা, গীতিকার কবীর বকুল, পাওয়রটেক এনার্জি কর্মকর্তা মি. সাইয়ারানী মোহাম্মদ সোলায়মান, হাসেম রিয়েল এস্ট্রেটের পরিচালক আনোয়র হোসেন বেলু, জোন এসিস্টেন্ট গর্ভনর রোটা. আহসান কলিমুল্লা, সংবর্ধিত অতিথি গীতিকার কবির বকুল, রোটাঃ বিএম আহচান বকুল, চলতি বর্ষের সভাপতি রোটা. মো. শবেবরাত সরকার, সম্পাদক ডা. তানবির আহম্মেদ আরিফ, বিদায়ী সভাপতি রোটাঃ ডা. মিজানুর রহমান খান, সাবেক সম্পাদক রেটাঃ আবদুর বারী জমাদার মানিক।
অনুষ্ঠানে রোটাঃ শেখ মনির হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে গত বছরে শিক্ষা সেবায় অবদান রাখায় সেরা সম্মাননা পুরস্কার পান, শিক্ষা বিভাগে শিক্ষীকা আলিয়া ফেরদৌসি, রেবেকা সুলতানা, খালেদা বেগম, শিক্ষক মোস্তফা কামাল, কনেষ্টবল আমির হোসেন, ফায়ার ডিফেন্স আবদুর রহিম, স্টাফ নার্স ফাতেমা বেগম, গোলাম সরওয়ার,
বৃত্তি প্রদান পরিচালায় রোটা. প্রকৌশলী দেলওয়ার হোসেন, চার হাজার টাকা করে বৃত্তি পান গরীব ষষ্ঠ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী তারেক হোসেন, শাকিল হোসেন, দারুল কারার খান, আরিফা আলমগীর, শান্তা আনোয়ার, রাব্বি পাটওয়ারি, জয়ন্ত পাল ও শামছুন নাহার সামিয়। তারা দশম শ্রেনী পর্যন্ত ধারাবাহিক এ বৃত্তি পাবেন বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। পরপরই অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটা. পিপি ডা. বিশ্বনাথ পোদ্দার
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন, রোটাঃ এস এম শফিকুল ইসলাম, গীতা পাঠ করেণ, রোটা. সবুজ কুমার পোদ্দার। পরে সমেবত জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূভ সুচনা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।