স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার সহযোগিতায় ১৫দিনব্যাপী বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনালেখ্য চিত্র প্রদর্শনীর ২জুলাই মঙ্গলবার ২য়দিনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । দুপুরে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে কুইজ প্রতিযোগিতার বিচারক ডাঃ পীষুষ কান্তি বড়–য়ার সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আব্দুল্লার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সর্দার আবুল বাশার,প্রাক্তন প্রধান শিক্ষক হাফেজ আহমেদ । অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবনালেখ্য চিত্র প্রদর্শনী একমাত্র চাঁদপুর জেলায় প্রদর্শর্নী হচ্ছে । এ প্রদর্শনী শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে । এতে করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আতœজীবনী সম্পর্কে জানতে পারে । জেলা প্রশাসনের এই আয়োজন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ । প্রতি বছরই আগষ্ট মাসে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করবে জেলা প্রশ্সান । চাঁদপুর প্রেসক্লাব এ ধরনের পজেটিভ উদ্যোগের সর্বাতœক সহযোগিতা করবে । এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কায়সার আহমেদ,ইতিহাস কথা কয় আলোকচিত্র সংগ্রাহক সাহাবউদ্দিন মজুমদার, কুইজ প্রতিযোগিতার বিচারক চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম,জেলা সহকারী শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস ,বিশিষ্ট ছাত্র নেতা ফেরদেীস মোরশেদ জুয়েল । সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ-উল-সাবেরিন । কুইজ প্রতিযোগিতায় পুরস্কৃতরা হলেন,সূচীপাড়া ডিগ্রী কলেজের শিক্ষাথর্ িমোঃ ইফরান চৌধুরী,আল-আমিন স্কুলের সাদমান আহমেদ,গুলদীঘি কামিল মাদ্রাসার ওমায়ের,নিজ মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুদীপ্ত দেব । প্রদর্শনীর ২য়দিনে প্রদর্শনী দেখতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পড়েছিল ।