রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুর-কুমিল¬া মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার আল-কাউসার স্কুলের সম্মুখে বাস চাপায় মাদ্রাসার ছাত্র মো.তামিম (৭) নিহত হয়েছে। আজ রবিবার মাদ্রাসা ছুটির পর রাস্তা পারপারের সময় চাঁদপুরগামী বোগাদাদ ট্রান্সপোটের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘন্টা চাঁদপুর-কুমিল¬া মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকে। সে আল-কাউসার ক্যাডেট মাদ্রাসার নার্সারীর ছাত্র। তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর। বাবা প্রবাসী দেলোয়ার হোসেন। মা তাহমিনা বেগম হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের জামাল মঞ্জিলে বাসা ভাড়া থাকতো। প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, ‘তামিম রাস্তা পারাপার হবার সময় বোগদাদ বাসটি একটি সিএনজি চালিত অটোরিক্সা ওভারটেক করেতে গিয়ে এই দুর্ঘটানর কবলে পড়ে।’ মা তাহমিনা বেগম বলেন, ‘সকালে ছেলেকে স্কুলে দিয়ে গেলাম। আমার ছেলেকে ফিরিয়ে দাও।হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক Chandpur News কে বলেন, দুর্ঘটনায় কবলিত বোগদাদ বাসটি বাকিলা বাজার থেকে জব্দ করা হয়েছে।