স্টাফ রিপোর্টার:
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডি.এইচ.এম.এস নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে,
ডিএইচএমএস ১ম বর্ষের মেটেরিয়া মেডিকা ও অর্গানন অফ মেডিসিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ ২ বিষয়ের পরীক্ষার হল পরীদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন প্রভাষক ডাঃ এস.জামান পলাশ ,ডাঃ কে.জামান তিন্নি,ডাঃ রাসেল তানবির ,ডাঃ ফরিদ আহম্মেদ ও ডাঃনাজভিন সুলতানা
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দোয়াভাঙ্গা,শাহরাস্তী গেইটে অবস্থিত এ কলেজটি চট্রগাম বিভাগের মধ্যে একমাত্র শয্যা বিশিষ্ট হোমিওপ্যাখি কলেজ ও হাসাপাতাল।