ষ্টাফ রির্পোটার
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বার্ষিক শিক্ষা সফর উল্লাস-২১ নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সাবেক মেম্বার ও ইউনিক হোমিও ল্যাবরেটরীর চেয়ারম্যান এবং চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা.আতহার আলী।
চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বিগত বছরের ন্যায় গত ২৭ নভেম্বার শনিবার নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কে (Dream Holiday Park) অনুষ্ঠিত হয়। প্রায় ৬০ একর জমির ওপর নির্মিত পার্কে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার, কার রাইডার, ট্রেন, বাইসাইকেল, রকিং, স্পিডবোট, সোয়ানবোট, জেড ফাইটার, নাগেট ক্যাসেল, এয়ার বাইসাইকেল সহ ওয়াটার পুল এ অংশগ্রহন করে শিক্ষার্থীরা সবাই,পার্কে সারা দিন ব্যাপী ব্যাপক হই-হুল্লর,হাঁসি-খুশি আনন্দ ও খেলাধুলার মধ্য দিয়ে কলেজের বার্ষিক শিক্ষা সফর উলাস-২১ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কলেজের বার্ষিক শিক্ষা সফর উলাস-২১ এর সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ড্রিম হলিডে পার্কের হল রুমে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.তামজীদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সাবেক মেম্বার ও ইউনিক হোমিও ল্যাবরেটরীর চেয়ারম্যান এবং চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা.আতহার আলী।
অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উল্লাস-২১ প্রোগ্রাম চেয়ারম্যান প্রভাষক ডা. এস. জামান পলাশ, উল্লাস-২১ প্রোগ্রাম কোষাধ্যক্ষ প্রভাষক ডা. মোহাম্মদ নাছরুল্লাহ ছায়েম, প্রভাষক ডা. মোহাম্মদ ইয়াসিন।
এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন প্রভাষক ডা. খোদেজা আক্তার তিন্নি, প্রভাষক ডা. এম. এইচ. মোহন, প্রভাষক ডা. আব্দুল খালেক, আর এম ও ডা. বিলকিস আক্তার, মেডিকেল অফিসার ডা. মোঃ মোশারেফ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ডা. মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের জন্য চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন এর সকল সদস্য প্রশংসীয় অবদান রেখেছে।