চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হাবিব উল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে রাষ্ট্রপতির পক্ষে উপসচিব জাকিয়া পারভীন একটি চিঠি ইস্যু করেছেন।
বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ কর্মদিবসে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কী কারণে ডা. হাবিব উল করিমকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে।
এদিকে, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক পদে নতুন করে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহকে।
সূত্র জানায়, করোনা পরিস্থিতির শুরু থেকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকর্মীদের সঙ্গে সমন্বয় না করা, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে থেকেও দায়িত্ব এড়িয়ে চলা, এমন সব অভিযোগে তাকে পদ থেকে সড়িয়ে নেওয়া হয়।
জানা গেছে, ওএসডি হওয়া ডা. হাবিব উল করিমকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নোয়াখালী স্বাস্থ্য সহকারী ট্রেনিং ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।