অভিজিত রায় ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে খোকন কর্মকার ও সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিত্রলেখা মোড়ে অবস্থিত গোল্ডেন প্লাজায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৯৬ জন এবং শতভাগ ভোট কাস্ট করা হয়।
নির্বাচনে সভাপতি পদে খোকন কর্মকার সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি রোটা. মোস্তফা ফুল মিয়া পেয়েছেনন ৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. তাজুল ইসলাম ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক পোদ্দার পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে গৌরাঙ্গ কর্মকার সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। জয়রাম রায় ৩৬ ভোট পেয়ে জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সঞ্জয় বণিক ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অজিত সরকার পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে শান্ত কর্মকার সর্বোচ্চ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লন্দলাল কর্মকার পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচতি হয়েছেন বাবুল কর্মকার ও রঞ্জন ঘোষ। দু’টি কার্যকরী সদস্য পদের মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুবল সরকার। অপরটি সাংগঠনিক নিয়ামুনাযায়ী পরে ঘোষণা করা হবে।
নির্বাচনে আহ্বায়কের দায়ত্বি পালন করছেন সুকদেব রায় ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো. হাবিবুর রহমান। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও পর্যবেক্ষক নির্বাচন পরিদর্শন করেন।