শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর।: চাঁদাবাজী, ভাংচুর ও হত্যার চেষ্টায় চাঁদপুর ৪ রেলওয়ে কর্মচারীর বিরুদ্ধে চাঁদপুর চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত ২৩ আগষ্ট চাঁদপুর রেলক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নানের দায়ের করা মামলায় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট চাঁদপুর রেলওয়ে টিএঙ্আর ও রেলক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, রেলক্লাবের সভাপতি ও টিটিই মাহাবুবুর রহমান, চাঁদপুর রেলওয়ের মিটার রিডার আবদুল মালেক ও গেইটম্যান (অস্থায়ী) রোকনুজ্জামানের বিরুদ্ধে দণ্ড বিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩৭৯/৩০৭/৩৮৫/৩৮৭/৫০৬ (২) ৩৪ ধারায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলা নং-৫৩৪/২০১২, তারিখ : ২৭ আগষ্ট ২০১২ মামলার বিবরণে প্রকাশ, চাঁদপুর রেলক্লাব জবর দখল করার জন্য আসামীরা চেষ্টা করলে তাদের বিরুদ্ধে বাদী আবদুল হান্নান চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলা নং-১২৪৪/০১১। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন থাকাবস্থায় আসামীরা সংঘবদ্ধ হয়ে গত ২১ আগষ্ট বাদীর কাছে মামলা খরচ বাবদ ২লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং মামলাটি স্বেচ্ছায় উঠিয়ে নেয়ার জন্য ২৪ঘন্টার আল্টিমেটাম দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না উঠানোর কারণে বিগত ২৩ আগষ্ট আসামীগণ সংঘবদ্ধ হয়ে বাদীর উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে ও তার বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করে। আদালত উল্লেখিত আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে কোর্টে প্রেরণ করার জন্য চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে।
চাঁদপুর নিউজ সংবাদ