শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চাঁন্দ্রা ইউনিয়নে সন্ত্রাসী হামলায় ৩ যুবককে কুপিয়ে জখম পর তারা চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় আহতদের পরিবার বাদি হয়ে হামলাকারিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তাদেরকে পূনরায় মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জান যায়, চাঁন্দ্রা ইউনিয়নে মধ্য মদনা গ্রামের দির্ঘদিন যাবত আলী আহাম্মেদ ফকিরের ছেলে ওহিদুলের সাথে আলাউদ্দিনের বিরোধ চলে আসছিলো। গত সোমবার রাত ৯টায় আলাউদ্দিন তার বন্ধুদের নিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে আসার পথে ওহিদুল তাদের পথ গতিরোধ করে মারধর শুরু করে। এসময় আলাউদ্দিনের বন্ধুরা তাকে বাঁচাতে আসলে ওহিদুল ,আলামগীর , আমিন সহ ৫/৬ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মমিন খাঁন, মাহাবুব ও কামালকে পিছন দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে আহতরা চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।