প্রতিনিধি
চাঁদপুর সরকারি কলেজের লাইব্রেরীতে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারী (এমএলএসএস) মিজানুর রহমান রতন আর বেঁচে নেই। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টায় তালতলাস্থ বকাউল বাড়ি এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তার পিতার নাম মরহুম আব্দুর রহমান। ২ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। চাঁদপুর সরকারি কলেজে ১৯৬২ সালে বেসরকারিভাবে এমএলএসএস হিসেবে যোগদান করেন। ১৯৮০ সালের মার্চ মাসে তার চাকুরি সরকারিকরণ হয়। তিনি লাইব্রেরীতেই তার পুরো চাকুরি জীবন অতিবাহিত করেন। তার সুন্দর হস্তাক্ষরের কলেজের যে কোনো নোটিস প্রাক্তন ছাত্র-ছাত্রীদের চোখে এখনো ভাসে। তিনি এমএলএসএস পদে চাকুরি করলেও ছাত্র-ছাত্রীরা তাকে শ্রদ্ধার চোখে দেখতো।
২০০৭ সালের ১০ জানুয়ারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর নিজ বাড়িতেই ছিলেন। ছাত্র-ছাত্রীদের নিকট খুব প্রিয় এ মানুষটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ জোহর জানাজা শেষে বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়।