রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের ছায়াবানি মোড়ের টেকনো হান্নান কমপ্লেক্সে চাইনিজ রেষ্টুরেন্ট রসুই ঘরের মালিক জাহিদুল ইসলামের কাছে চাঁদা না পাওয়ায় মারদর করেছে অজ্ঞাত যুবকরা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকিলে।
জানাযায়, হাজী মহসিন রোডস্থ চাইনিজ রেষ্টুরেন্ট রসুই ঘরের মালিক জাহিদুল ইসলাম মিলনের কাছে ৭/৮ জন যুবক এসে চাঁদা দাবি করে। মিলন তা দিতে অস্বীকৃতী জানায়। পরে যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ি মিলনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। আঘাতের কারনে ডান হাতের রগ কেটে যায় বলে জানাযায়। রক্তাক্ত অবস্থায় ঝিনুক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা করায়। এ বিষয়ে আহত ব্যাবসায়ি মিলন জানায়, সে যুবকদেরকে চিনতে পারেনি। তবে এভাবে একজন ব্যাবসায়িকে দিনে দুপুরে চাঁদা না পেয়ে রক্তাক্ত জখম করে চলে যাওয়া অত্যান্ত কষ্ট দায়ক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করার জন্য তিনি পুলিশ প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে।