চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাদখাঁর দোকানে এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।
আহতরা হলেন- নূর জাহান (৫০), কাউছার (১৮) ও শাহ-আলম (৩০)। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার ৪ যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
চাঁদপুর নিউজ সংবাদ