চাঁদপুর : চাঁদপুর শহরের পুরাণ বাজার-নতুন বাজার সংযোগ সেঁতুর নতুন বাজার এলাকায় ব্রিজের উপরে স্ট্যান্ড রোড বরাবার বেশ কিছু সিএনজি প্রতিনিয়ত অবস্থান করতে দেখা যায়। ব্রিজটির এ অংশে যানবাহন প্রতিরক্ষার জন্য যে খুটি ব্যবহার করা হয়েছে। সেই খুটিগুলোর বাহির অংশে সিএনজি চালকরা যাত্রী উঠানোর জন্য অস্থায়ী স্ট্যান্ড তৈরী করেছে। এখন তাদের এ অস্থায়ী স্ট্যান্ড থেকে নিয়মিত যাত্রী-উঠানামা করছে। কিন্তু যে স্থানে সিএনজিগুলো থামিয়ে রাখা হয় তা স¤পূর্ণ বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। যে কোন সময় চালকদের এ ধরনের খামখেয়ালিপনায় চালকসহ যাত্রীদের বড় ধরনের প্রাণ হানির ঘটনা ঘটতে পারে। ব্রিজের এ অংশে কোন নিয়ম শৃংখলা না থাকায় প্রতিদিন পথচারী ও যানাবহনের মধ্যে ছোট খাট দূর্ঘটনায় অনেকেই আহত হচ্ছে। পাশাপাশি এ অনিয়মে প্রতিদিন কৃত্তিম জানজটের সৃষ্টি হচ্ছে। ব্রিজের নতুন বাজার অংশে বেশী সংখ্যক সিএনজি সিরিয়াল দিয়ে না রাখার জন্য পূর্বে বহুবার পৌরসভা কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ ও সিএনজি শ্রমিক ইউনিনের নেতাদের সাথে কথাবার্তা হয়। তখন বলা হয় ৬টির অতিরিক্ত সিএনজি ব্রিজের নিচের অংশে অবস্থান করবে না। বাকী সিএনজিগুলো সিরিয়াল মোতাবেক পৌর ঈদগামাঠে অবস্থান করার কথা। কিন্তু সিএনজি চালকরা কোন ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে ব্রিজের ওপরে নীচে ও ওই এলাকার বিভিন্ন স্থানে বিশৃংখলভাবে সিএনজি থামিয়ে রাখে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে পৌরসভা ও ট্রাফিক পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি করছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।