এম এইচ মাহিনঃ
ছোটবেলায় যখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম সপ্তাহ একদিন চুলকাটা, নখকাটা, দাঁত এবং জামাকাপড় পরিষ্কার আছে কিনা বিদ্যালয়ের মাষ্টার মহাশয় দেখতেন। বিদ্যালয়ের ছুটির পর বাড়ি ফিরে কোনরূপ দুষ্ঠামি করলে পরদিন আবার মক্তবের হুজুরকেবলার কাছে নালিশ। নালিশের শাস্তি ছিল কপালটা আকাশপানে তাকিয়ে তার উপর আবার মাটির টুকরা দেওয়া হত। কখনও আবার গাছের সাথে বেঁধে রাখা হত । অভিভাবক আসলে পড়ে জামিন দেওয়া হত। বর্তমানে ব্যাপক পরিবতন । ছেলে-মেয়ে যত বেশী স্টাইল করে তত বেশী আধুনিক। সাম্প্রতিক সময়ে চুলের যে স্টাইল ছেলে-মেয়ে করে তার একটি নমুনা ছবিসহ
এবার জেনে নেই ছেলেটির পরিচয় , ঢাকার কল্যাণপুর নতুনবাজার ডিমের ব্যবসা করেন। তার এ স্টাইল দেখার জন্য দোকানপানে ব্যাপক ভিড় । আমি নিজেও ভিড়ের একজন । কথাপ্রসঙ্গে আমি বললাম মামু এইটা আবার কোন স্টাইল উপস্হিত জনতার একজন বলল ভাই এইটা হল চশমা স্টাইল । ব্যাপক হাসার মধ্য দিয়েই পর্বের সমাপ্ত হল।
আজকাল চশমার স্টাইলে ও চুলে স্টাইল হয় ?