মিজান লিটন
আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের ঐতিহ্যবাহী মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ উপলক্ষে গতকাল ৩০ নভেম্বর রোববার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলা উদযাপনব পরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
মেলা উদযাপনব পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সেলিম আকবরের সভাপ্রধানে ও মহাসচিব অ্যাডঃ বদিউজ্জামান কিরণের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাডঃ আবদুল লতিফ শেখ, মেলা উদযাপনব পরিষদের যুগ্ম মহাসচিব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মেলা উদযাপনব পরিষদের সদস্য বেলায়েত হোসেন বিল্লাল, অ্যাডঃ বুলবুল আহসান, মাঠ ও মঞ্চের আহ্বায়ক হারুন আল রশিদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অজিত সাহা, বিবি দাস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহসীন পাঠান, ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান, সাধন সরকার, সানাউল্লাহ খান, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর ড্রামার সভাপতি খায়রুল ইসলাম বিল্লাল, সাবেক সাধারণ সম্পাদক তপন সরকার, উদয়ন সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ গৌরাঙ্গা সাহা, উদীচীর সাধারণ সম্পাদক চন্দ্রনাথ ঘোষ চন্দন, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা তাহমিনা হারুন, অনিতা কর্মকার, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, স্বরলিপি নাট্য দলের সভাপদি রফিকুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৪-এর চেয়ারম্যান অ্যাডঃ সলিমুল্লা সেলিম তার পদ থেকে পদত্যাগ করায় তার পদত্যাগ পত্র গ্রহণ করে সর্বসম্মতিক্রমে অ্যাডঃ সেলিম আকবরকে মেলার চেয়ারম্যান নির্বাচিত করা হয়।