পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয়দিনের ছুটি পেলেন সরকারি কর্মচারীরা। আজ সোমবার দুপুরের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে ১১ সেপ্টেম্বর (রোববার) সরকারি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদ উপলক্ষে ৯-১৪ সেপ্টেম্বর ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। এতে আরো বলা হয়েছে, ১১ সেপ্টেম্বরের পরিবর্তে অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর (শনিবার), যেদিন সরকারি কর্মচারীদের সাপ্তাহিক ছুটি থাকে।
এর আগে আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১১ সেপ্টেম্বর (রোববার) ও ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন করবে দেশবাসী। এ জন্য ঈদের নিয়মিত ছুটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। আর ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় ছয়দিন ছুটি পেলেন সরকারি কর্মচারীরা।